স্টাফ রিপোর্টার: বর্ষীয়ান রাজনৈতিক নেতা মীর্জা সুলতান রাজার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পারিবারিক উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল আজ বুধবার বাদ আছর চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিলে সকলকে শরিক হওয়ার অনুরোধ জানিয়েছেন মীর্জা সুলতান রাজার সহোদর বীর মুক্তিযোদ্ধা মীর্জা শাহরিয়ার মাহমুদ।
দামুড়হুদা অফিস জানিয়েছে, চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য মহান মুক্তিযুদ্ধে অন্যতম সংগঠক মরহুম মীর্জা সুলতান রাজার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে দামুড়হুদা উপজেলা জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু, যুগ্মসাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, আজিজুল হক আজিজ, রবিউল হক, যুবলীগ নেতা শফিউল কবির ইউসুফ, আ.লীগ নেতা বদরউদ্দীন, আমজাদ হোসেন প্রমুখ। দোয়া পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল গফুর।
উল্লেখ্য মীর্জা সুলতানা রাজা গত রোববার ঢাকা খিলগাঁওস্থ বাসায় গুরুতর অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। গতপরশু রাষ্ট্রীয় মর্যাদায় চুয়াডাঙ্গার জান্নাতুল মাওলা কবরস্থানে পিতা-মাতার কবরের পাশেই দাফন কাজ সম্পন্ন করা হয়।