অস্ট্রেলিয়ায় ফাহমিদার দুটি সঙ্গীতানুষ্ঠান

স্টাফ রিপোর্টার: প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে অস্ট্রেলিয়ায় দুটি সঙ্গীতানুষ্ঠানে অংশ নিচ্ছেন ফাহমিদা নবী। এ উপলক্ষে আজ ২০ নভেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করবেন তিনি। ফাহমিদা গ্লিটজকে জানিয়েছেন, আগামী ২৩ নভেম্বর কুইন্সল্যান্ড ও ২৯ নভেম্বর সিডনিতে প্রবাসী বাঙালিদের আয়োজনে গাইবেন তিনি।
                ফাহমিদা জানান, সোসাইটি অফ বাংলাদেশি ডক্টরস ইন কুইন্সল্যান্ড এবং বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব এনএসডব্লিউ দীর্ঘদিন ধরেই যোগাযোগ করে আসছিলো তার সাথে। তাদের অনুরোধেই প্রবাসী বাঙালিদের গান শোনাতে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। তিনি জানিয়েছেন, প্রথমে কুইন্সল্যান্ডে অনুষ্ঠিতব্য সঙ্গীতানুষ্ঠানে গান করবেন তিনি। ২৩ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বল্ড হিলস স্টেট স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠানটি শুরু হবে। প্রবাসী বাঙালি শিল্পীরাও এতে সঙ্গীত পরিবেশন করবেন। এরপর ২৯ নভেম্বর বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব এনএসডব্লিউ আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় গাইবেন তিনি। স্টার্দফিল্ড টাউন হলে আসরটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। নিজের গাওয়া গানগুলোর পাশাপাশি কয়েকটি রবীন্দ্র ও নজরুলসঙ্গীতও গাইবেন ফাহমিদা। অস্ট্রেলিয়া সফর শেষে ফাহমিদা দেশে ফিরবেন ২ ডিসেম্বর।