ঝিনাইদহের কালীগঞ্জে মাদকব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ইব্রাহীম শেখ নামে এক মাদকব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ইব্রাহীম দীর্ঘদিন ধরে মদের ব্যবসা করে আসছিলো বলে এলাকাবাসীসূত্রে জানা গেছে। কালীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার এরাদুল হক এ কারাদণ্ডাদেশ প্রদান করেন। ইব্রাহীম কালীগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামের মসলেম উদ্দীনের ছেলে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুনির উদ্দীন মোল্যা জানান, গতকাল সোমবার বেলা ১২টার দিকে পাইকপাড়া গ্রামের নিজ বাড়িতে মদ বিক্রি করছিলো। পুলিশ গোপন সংবাদের  ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৪ লিটার দেশি মদসহ তাকে আটক করে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এরাদুল হক  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছর কারাদণ্ডাদেশ প্রদান করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।