সাতক্ষীরায় আদালতে ভাঙচুর : আইনজীবীর বিরুদ্ধে মামলা
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ভাঙচুরের অভিযোগ উঠেছে আইনজীবীদের বিরুদ্ধে। গতকাল সোমবার দুপুরের ওই ঘটনায় ১৭ আইনজীবীকে আসামি করে সদর থানায় মামলা করেছেন ওই ট্রাইব্যুনালের বিচারক মো. ফকরুদ্দিন। দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে সোমবার থেকে এ ট্রাইব্যুনালের বিচারকের আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছিলো আইনজীবী সমিতি। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে বিচারক মো. ফকরুদ্দিন পুলিশ পাহারায় আদালতে আসেন এবং এজলাসে একটি মামলার বিচারিক কাজ শুরু করেন। এ সময় আইনজীবীরা সেখানে যান। এর পরপরই আদালত কক্ষের কয়েকটি জানালা ভাঙচুর করা হয়। তবে কারা ভাঙচুর চালিয়েছে তা কেউ স্পষ্ট করে জানাননি। সাতক্ষীরা সদর থানার ওসি এনামুল হক জানান, এজাহারে এ ভাঙচুরের আইনজীবী সমিতির সভাপতি শাহ আলমসহ ১৭ আইনজীবীকে আসামি করা হয়েছে। আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সাত্তার জানান, বিচার প্রার্থীদের হয়রানি, আইনজীবীদের সাথে দুর্ব্যবহার, ঘুষ গ্রহণ, নানা দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে এ বিচারকের বিরুদ্ধে। তিনি বলেন, সোমবার তিনি আদলতে আসার পর সমিতির সদস্যরা ক্ষুব্ধ হয়ে সেখানে যান। তবে, এ সময় ভাঙচুর করেছে বিচারপ্রার্থীরা, আইনজীবীরা নয়।