মাথাভাঙ্গা মনিটর: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে (হৃদরোগ ইনস্টিটিউটে) ভর্তি হয়েছেন। ৮৮ বছর বয়সী মাহাথির মোহাম্মদ গতকাল সোমবার হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, এখন মাহাথির মোহাম্মদের স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে। ১৯৮৯ ও ২০০৭ সালে মাহাথির মোহাম্মদের শরীরে দু’ দু বার বাইপাস করা হয়েছিলো। ২০১০ সালেও তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তবে এবার বেশ কিছুদিন তাকে হৃদরোগ ইনস্টিটিউটে রাখা হবে। বর্তমানে তিনি ফিজিওথেরাপি নিচ্ছেন। মালয়েশিয়ার চতুর্থ এ প্রধানমন্ত্রী একটানা ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। তার আমলে মালয়েশিয়া উন্নয়নশীল একটি দেশ থেকে এখনকার সমৃদ্ধি লাভ করে।