টিফিনে খেলতে গিয়ে শিক্ষার্থী রক্তাক্ত জখম

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার নীমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র বিপ্লব দৌঁড়াতে গিয়ে আছড়ে পড়ে রক্তাক্ত জখম হয়েছে। তার মাথায় ১৭টি সেলাই দিতে হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তাকে চিকিৎসাধীন রাখা হয়েছে।

বিপ্লব বলেশ্বরপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে বিপ্লব বলেছে, বিদ্যালয়ে টিফিনের সময় জিনিয়া নামের এক সহপাঠী তাড়া করে। দৌঁড়াতে গেলে বিদ্যালয় মাঠের এক পাশে থাকা কাটের ওপর আছড়ে পড়ে মাথা কেটে যায়। সহপাঠীদের সহযোগিতায় তার পিতা-মাতা খবর পায়। উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করায়।

বিপ্লবের শয্যাপাশে থাকা তার অভিভাবকরা বিদ্যালেয়ের শিক্ষকদের কর্তব্য অবহেলার অভিযোগ তুলে বলেছেন, প্রধান শিক্ষক বিদ্যালয়ে ছিলেন না। বাকি তিনজন শিক্ষকের একজন মোবাইলফোনে ব্যাস্ত ছিলেন। একজন ছিলেন নামাজে। অপরজন ছিলেন অফিসে কাগজপত্র নিয়ে। একজন শিক্ষার্থী যে পড়ে রক্তাক্ত আহত হয়েছে সেদিকে কারোরই নজর ছিলো না।