টিপ্পনী

 

খবর: (আল্লামা শফীর দোয়া ও সমর্থন পাননি এরশাদ)

 

সকাল বেলা এক কথা তার

দুপুর বেলা দুই কথা,

কথার কাঙাল ননতো তিনি

কোথায় এতো থুই কথা?

 

বিকেল বেলা তিন কথা কন

সন্ধ্যা বেলা চার কথা,

আবোল তাবোল বকেন তিনি

যায় না ধরা তার কথা।

 

কথায় কথায় জোড়া-তালি

জাগায় বসে দশ কথা,

আসল বলে যায় না ধরা

বলেন যা সব ফস কথা।

 

 

-আহাদ আলী মোল্লা