স্টাফ রিপোর্টার: রাজধানীর শেওড়াপাড়ায় গৃহকর্মীকে হত্যার অভিযোগে এক পুলিশ কর্মকর্তার স্ত্রী ও শ্যালককে আটক করেছে কাফরুল থানা পুলিশ। আটকরা হলেন- সুদানে জাতিসংঘ মিশনে থাকা অতিরিক্ত পুলিশ সুপার কুতুব উদ্দীনের স্ত্রী সেনিয়া বেগম মুন্নী (২২) ও শ্যালক সাব্বির হাসান (২৫)। কাফরুল থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পূর্ব শেওড়াপাড়ার ৯১১ নম্বরের একটি আটতলা বাড়ির সামনে স্থানীয়রা রিতা (২৬) নামের এক নারীর মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয়। খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে, রিতা পুলিশ কর্মকর্তা কুতুব উদ্দীনের বাড়িতে কাজ করতেন। এ নারীর মৃত্যুর ঘটনায় পুলিশ কর্মকর্তার স্ত্রী ও শ্যালক জড়িত বলে স্থানীয়রা অভিযোগ করলে পুলিশ দুজনকেই আটক করে। মুন্নী ও তার ভাই সাব্বিরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওসি জানান।