স্টাফ রিপোর্টার: সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যামামলায় বিচারিক আদালতে মৃত্যুণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির মধ্যে একজনের সর্বোচ্চ সাজার আদেশ বহাল রেখে তিনজনকে যাবজ্জীবন ও একজনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষে মৃত্যুদণ্ড কার্যকরের আবেদন এবং আসামিদের আপিল শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ গতকাল সোমবার এ রায় ঘোষণা করেন। আসামিদের মধ্যে সাইফুল ইসলামের ফাঁসির আদেশ বহাল রাখা হয়েছে। মো. আল আমীন, আকবর আলী লালু, রফিকুল ইসলামকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। আর শুরু থেকেই পলাতক সেলিম চৌধুরীকে বেকসুর খালাস দেয়া হয়েছে রায়ে। এ মামলার বিচারিক আদালত গত ৩০ ডিসেম্বর দেয়া রায়ে পাঁচ জনকেই মৃতুদণ্ড দিয়েছিলো। গতবছরের ৫ মার্চ মধ্যরাতে গুলশানে নিজের বাসার কাছে গুলিবিদ্ধ হন সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী (৪৫)। পরদিন ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের দু দিন পর পুলিশ গুলশান থানায় একটি মামলা দায়ের করে। আর সাড়ে চার মাস পর চারজনকে গ্রেফতার করে, যাদের পরিচয় দেয়া হয় ছিনতাইকারী হিসেবে।