গাংনী প্রতিনিধি: মেহেরপুর-২ (গাংনী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এখন ৯ জন। গতকাল রোববার শেষ দিন পর্যন্ত এ সকল প্রার্থীরা ভিন্ন ভিন্ন সময়ে কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা প্রদান করে এখন দলীয় সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। এরা হলেন- সাবেক এমপি মকবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক এমএ খালেক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মুকুল, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক গাংনী উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, আওয়ামী লীগ নেতা গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নুর জাহান বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান গাংনী উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সেলিনা মমতাজ কাকলী এবং কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলাম গাংনী শহরের বাসিন্দা হলেও ঢাকায় থাকেন। তার মনোনয়ন ফরম জমার বিষয়টি আওয়ামী লীগ নেতৃবৃন্দ নিশ্চিত করেছেন।
এদিকে মনোনয়ন ফরম বিক্রির শুরু থেকেই এলাকায় বিরাজ করছে নানা গুঞ্জন। প্রার্থীদের কর্মী সমর্থকরা মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করে চায়ের দোকানে ঝড় তুলেছেন। আবার কোনো কোনো প্রার্থী নিশ্চিতভাবে মনোনয়ন পাচ্ছেন বলে তাদের সমর্থকরা সরব আলোচনা ছড়িয়ে দিচ্ছেন উপজেলার এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে। সব মিলিয়ে আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের মাঝে নির্বাচনী ইমেজ বিরাজ করছে। প্রার্থীদের আমলনামা নিয়েও আলোচনা সমালোচনা চলছে সর্বত্র। কে পাবেন দলীয় মনোনয়ন কিংবা নৌকার টিকিট। তা দেখার অপেক্ষায় রয়েছেন মানুষ।