মধ্যরাতে ৪ সন্তান নিয়ে এক নারী চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে

 

স্টাফ রিপোর্টার: তখন রাত সাড়ে ১২টা। আনুমানিক ৩০ বছরের এক নারী ৪ শিশুকে নিয়ে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে হাজির হন। কখনো কান্না, কখনো নীরব। চোখে মুখে আতঙ্ক।

বোরকা পরা মহিলা কি কোনো সমস্যায় পড়েছেন? স্থানীয় দোকানিসহ কৌতূহলীদের কেউ কেউ এগিয়ে গিয়ে পরিচয় জানতে চাইলে নীরব থেকেছেন মহিলা। সাংবাদিক পরিচয় দেয়ার পর আতঙ্কিত কণ্ঠে বলেন, বিপদে পড়েছি। বাড়ি কক্সবাজার। চুয়াডাঙ্গার ইব্রাহিম নামের এক ব্যক্তির বাড়ির উদ্দেশে রওনা হই। স্বামীও ছিলো সাথে। ঢাকা সায়েদাবাদ থেকে একটি মাইক্রোযোগে আমরা চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা হয়ে ফেরী পার হওয়ার পর গাড়ি থামিয়ে লাগেজসহ স্বামীকে নামিয়ে নেয়। মাইক্রোচালক মাইক্রো নিয়ে চুয়াডাঙ্গায় এসে নামিয়ে দিয়ে ফিরে গেছে।

স্বামীর ভাগ্যে কী ঘটেছে তা নিয়েই দুশ্চিন্তার শেষ নেই। সাথে থাকা কোলের শিশুসহ ৪ শিশুকে নিজের সন্তান বলে জানিয়েছেন মহিলা। তিনি তার পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করে বলেছেন, স্বামী ফিরলেই তিনি সব বলবেন।