মাথাভাঙ্গা মনিটর: ক্যাটরিনা কাইফ স্পেনের ইবিজা সমুদ্রসৈকতে রণবীর কাপুরের সাথে অবকাশযাপনের সময় বিকিনি পরা অবস্থায় ক্যামেরাবন্দী হয়েছিলেন জুলাই মাসে। এ ঘটনায় বিব্রত কি-না, জানতে চাইলে সম্প্রতি ক্যাটরিনা জানিয়েছেন, ‘আমাকে দেখে কি বিব্রত মনে হয়! শুরুর দিকে এ ঘটনায় মনে প্রচণ্ড আঘাত পেয়েছিলাম, অনেক রাগও হয়েছিলো। কিন্তু কখনোই বিব্রত বোধ করিনি।’ ক্যাটরিনা আরও বলেছেন, ‘আমাকে না জানিয়েই আমার একান্ত ব্যক্তিগত মুহূর্তের ছবি তুলে তা ফাঁস করা হয়েছে। সংবাদকর্মীরা এভাবে আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করায় মনে প্রচণ্ড আঘাত পেয়েছিলাম। কিন্তু তখন আমি মোটেও বিব্রত হইনি, এখনো একটুও বিব্রত নই। ভবিষ্যতে যদি আপনারা আমার এ ধরনের ছবি তুলতে চান, দয়া করে আগেই জানিয়ে দেবেন। মানানসই পোশাকে আমি নিঃসংকোচে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যাব। অন্তত লাল আর মাদা রঙের পোশাক আমি পরবো না। কারণ আমি খুব ভালো করেই জানি, লাল আর মাদা রঙের অন্তর্বাস একেবারেই বেমানান।’ সচরাচর লজ্জার কারণে ব্যক্তিগত প্রসঙ্গ এড়িয়ে চলার চেষ্টা করতে দেখা গেছে ক্যাটকে। কিন্তু সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ব্যক্তিগত প্রসঙ্গ নিয়ে যতোগুলো প্রশ্ন তার দিকে ছুড়ে দেয়া হয়েছে, তার সবগুলোরই জবাব দিয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় এ তারকা অভিনেত্রী।