নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার ওয়ানডে সমতায় শেষ হলো

 

মাথাভাঙ্গা মনিটর: ডাম্বুলায় কয়েক দফায় বৃষ্টিতে ৫০ ওভারের ওয়ানডে সিরিজ কমে দাঁড়িয়েছিলো ৩৩ ওভারে। ৮ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ হয় ২১১ রান। জবাবে সমান ওভারে নিউজিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ২১৬ রান। দ্রুত ৬ উইকেট হারানোর পর জেমস নীশাম ও নাথান ম্যাককালামের ৬৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় কিউইরা। শেষ ৮ ওভারে চার উইকেট হাতে রেখে তাদের দরকার ছিলো ৯০ রান। কিন্তু আলো স্বল্পতায় আর খেলায় না হওয়ায় ডাকওয়ার্থ লুইসের হিসাব নিকাশ শেষে ৩৬ রানে জয়ী ঘোষণা করা হয় স্বাগতিক শ্রীলঙ্কাকে। তৃতীয় ও শেষ ম্যাচ জিতে ১-১ ব্যবধানে সমতায় থেকে ওয়ানডে সিরিজ শেষ করলো স্বাগতিকরা। শ্রীলঙ্কা ২১১/৮ (৩৩ ওভার), নিউজিল্যান্ড ১২৬/৬ (২৫ ওভার), ডি/এল পদ্ধতিতে শ্রীলঙ্কা জয়ী ৩৬ রানে।