দর্শনা অফিস/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে ঈদগা মাঠ এলাকায়। পুলিশ সেখান থেকে ডাকাতদলের অভিযুক্ত সরদার বিল্লালকে গ্রেফতার করেছে।
গতকাল রোববার সকাল ১০টার দিকে দামুড়হুদার কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রবিউল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সন্ত্রাসবিরোধী অভিযান চালান কার্পাসডাঙ্গা ঈদগাপাড়ায়। পুলিশ সেখান থেকে কার্পাসডাঙ্গা বাজারপাড়ার সাবেক ইউপি সদস্য রবিউল ইসলামের জামাতা বিল্লাল হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে। পুলিশ বলেছে, দামুড়হুদা সদর ইউনিয়নের কুনিয়া চাঁদপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে বিল্লাল হোসেন চিহ্নিত ডাকাতদলের সরদার। তাকে গ্রেফতারের পর পুলিশি জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল এলাকার বেশ কয়েকটি ডাকাতি, চাঁদাবাজি, বোমা বিস্ফোরণ ও ছিনতাইয়ের কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন এসআই রবিউল ইসলাম।