স্টাফ রিপোর্টার: দামুড়হুদার দর্শনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলাটি অবশেষে প্রত্যাহার করে নিলেন নিহত বিল্লালের পিতা আতিয়ার রহমান। গতকাল রোববার জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট এ সংক্রান্তে বাদী একটি আবেদন দাখিল করেন। নিহতের ছোট ভাই সাইফুল জানান, পুলিশের হয়রানি পেরেসানি আর মিথ্যা মামলার হাত থেকে রেহাই পেতেই মামলাটি প্রত্যাহার করতে হলো। সাইফুল আরো জানায়, আমাদের নামে কোনো মামলা নেই। অথচ দর্শনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজান মামলা তুলে নেয়ার জন্য নানাভাবে চাপ সৃষ্টি করে আসছে এবং আমাদের দু ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলহাজতে পাঠিয়েছে। এরপর হয়তো আমার বৃদ্ধ বাবাকে ধরে হাজতে পুরে দেবে। ভবিষ্যতের কথা ভেবেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুরের ত্রাস বিল্লাল হোসেন গত ১০ আগস্ট রাতে বাড়ির অদূরবর্তী উজুলপুর মাঠে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়। এ ঘটনার পর নিহত বিল্লালের পিতা আতিয়ার রহমান গত ১৭ আগস্ট জেলা চিফ জুডিসিয়াল আদালতে দর্শনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানকে আসামি করে একটি হত্যামামলা দায়ের করেন। মামলা দায়েরের কিছু দিনের মাথায় এসআই মিজান নিহতের ছোট ভাই সাইফুলকে আটক করেন এবং শিবিরকর্মী রফিকুল হত্যামামলায় গ্রেফতার দেখিয়ে জেলা হাজতে প্রেরণ করে। সাইফুল সম্প্রতি জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরলে তার ছোট ভাই জহুরুলকে আটক করে এবং গতকাল রোববার আদালতে সোপর্দ করে। এ বিষয়ে এসআই মিজান তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার বলে বলেন, সাইফুল শিবিরকর্মী রফিকুল হত্যামামলার একজন এজাহারভুক্ত আসামি এবং তার ছোট ভাই জহুরুলের নামেও মামলা আছে।