স্টাফ রিপোর্টার: ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল রোববার দুপুর পৌনে ৩টায় রাজধানীর শান্তিনগর এলাকায় হোয়াইট হাউজ হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজমুল বিষয়টি নিশ্চিত করেছেন। ডিএমপির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) সাত্যকি কবিরাজ ঝুলন জানিয়েছেন, শান্তিনগর এলাকা থেকে হাবিবকে আটক করা হয়েছে। দেশের চলমান আন্দোলন কর্মসূচি হরতালসহ বিভিন্ন ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা একাধিক মামলার আসামি করা হয় হাবিবকে। এর একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এরপর তাকে মিন্টুরোডস্থ ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।