স্টাফ রিপোর্টার: এবার জেডিসি পরীক্ষায় প্রথমবারের মতো ৫ পরীক্ষার্থী ও ৩ কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার সাধারণ বিজ্ঞান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫ পরীক্ষার্থীকে ও দায়িত্বে অবহেলার কারণে ৩ কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়। চুয়াডাঙ্গা সিনিয়র আলিয়া মাদরাসা কেন্দ্রে এ বহিষ্কারের ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা সিনিয়র আলিয়া মাদরাসা কেন্দ্রে জেডিসি পরীক্ষা চলাকালে গতকাল রোববার বিজ্ঞান পরীক্ষায় নকল করার অভিযোগের ভিত্তিতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মোহা. মোখলেসুর রহমানের চোখে এর সতত্য মেলে। সাথে সাথে তিনি ব্যবস্থা নেন। পরীক্ষায় নকল করার দায়ে এ সময় বহিষ্কৃত হয় ৫ পরীক্ষার্থীরা। বহিষ্কৃতরা হলো চুয়াডাঙ্গার যুগিরহুদা দাখিল মাদরাসার ছাত্রী শাহাদত হোসেনের মেয়ে শিউলী আক্তার, তার রোল নং ২৭০৪১৮, একই মাদরাসার ছাত্রী বিপ্লব হোসেনের মেয়ে শান্তনা খাতুন রোল নং ২৭০৪৬৮, চুয়াডাঙ্গা সিনিয়র আলিয়া মাদরাসার ছাত্রী রবিউল ইসলামের মেয়ে মীম আক্তার আসমাউল হুসনা রোল নং ২৭০৬৭৯, হাজরাহাটি দারুল ইসলাম দাখিল মাদরাসার ছাত্রী হাবিবুর রহমানের মেয়ে জিমিয়া রহমান রোল নং ২৭০৬৫২ এবং সড়াবাড়িয়া দাখিল মাদরাসার ছাত্রী নাসির উদ্দিনের মেয়ে সোনিয়া খাতুন তার রোল নং ২৭০৫৩৪। এছাড়া কর্তব্যে অবহেলার দায়ে ৩ কক্ষ পরিদর্শক শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। অব্যাহতি পাওয়া তিন শিক্ষক হলেন চুয়াডাঙ্গার দশমী দাখিল মাদরাসার সহকারী শিক্ষক শামসুন নাহার, সড়াবাড়িয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মহিদুল ইসলাম ও চুয়াডাঙ্গা মহিলা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মমতাজ বেগম।