স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পৃথক চারটি দুর্ঘটনায় আহত হয়েছেন ছয়জন। আহতদের চুয়াডাঙ্গা সদর হাপাতালে ভর্তি করা হয়েছে। চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লার মৃত খোদাবক্সের ছেলে রোকনুজ্জামান রিপন (২৬) মোটরসাইকেলযোগে কুষ্টিয়া থেকে ফেরার পথে খাজানগর নামকস্থানে দুর্ঘটনার শিকার হন। চুয়াডাঙ্গা পৌর এলাকার কুলচারা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে আব্দুর রশিদ (১৭), ইলিয়াস হোসেনের ছেলে পিয়াস আলী (১৬), তালেব মালিতার ছেলে হাসান (১৬), মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গায় আসার পথে কুলচারা মোড়ে পৌঁছুলে একটি ভ্যানকে অতিক্রম করার সময় ছিটকে পড়ে আহত হন। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপতালে নেয়া হয়। নতুন আলমসাধু কিনে যাত্রী বহন করে চুয়াডাঙ্গার কালুপোল বাজার থেকে সরোজগঞ্জে আসার সময় গুরুতর আহত হয়েছেন সরোজগঞ্জ যুগিরহুদার ফরজ আলী (৪৫)। তিনি গ্রামের মৃত ফকির চাঁদ মণ্ডলের ছেলে। সরোজগঞ্জ-কালুপোল সড়কের কেটের মাঠে একটি গাছের সাথে ধাক্কা মারলে এ দুর্ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে অন্য এক দুর্ঘটনা ঘটে চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় এলাকায়। একটি ট্রাকের ধাক্কায় অন্য ট্রাকের হেলপার উজিরপুর গ্রামের ইব্রাহিম (২৫) আহত হন।