আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলার বাদেমাজু গ্রামের হার্ডওয়ার ও মুদিব্যবসায়ী কুদ্দুস মোল্লা আর নেই (ইন্নালিল্লাহে…..রাজেউন)। গতকাল রোববার রাতে তার নিজ দোকানের মধ্যে ঘুমন্ত অবস্থায় মারা যান তিনি।
পারিবাকিসূত্রে জানা গেছে, তিনি প্রতিদিনের ন্যায় দোকানে চুরি হওয়ার ভয়ে ঘুমিয়ে থাকেন। সেইসূত্র ধরে গতকাল রোববার সমস্ত কাজ সেরে দোকানের মধ্যে ঘুমিয়ে পড়েন। সকালে তাকে মৃত অবস্থায় দোকানের মধ্যে পাওয়া যায়। সে স্ট্রোক করে মারা গেছেন বলে সকলে ধারণা করছে। আলমডাঙ্গার হার্ডওয়ার সমিতি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মান্নান মোল্লার ছেলে।