জীবননগর ব্যুরো: গত শুক্রবার সন্ধ্যায় জীবননগর-চ্যাংখালী সড়কের তেলিখালী ব্রিজের ওপর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত মেদিনীপুরের রানার (২৭) অবস্থা সঙ্কটজনক। তাকে গতকাল শনিবার রাতে ঢাকা অ্যাপোলো হাসাপাতালে ভর্তি করা হয়েছে। আহতের চাচা সীমান্ত ইউপি মেম্বার জাকির হোসেন জানান, শুক্রবার সন্ধ্যার সময় রানা মোটরসাইকেলযোগে জীবননগরবাজার থেকে বাড়ি ফিরছিলো। তেলিখালী ব্রিজের ওপর ওঠাকালে সে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সে সড়কের ওপর আঁছড়ে পড়লে তার মাথা থেঁতলে যায়। উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হওয়ায় রাতেই ঢাকায় নেয়া হয়। আমজাদ হোসেনের ছেলে রানার জন্য তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।