মেহেরপুর অফিস: মেহেরপুর ব্যাচেলর বয়েজের উদ্যোগে গতকাল শনিবার মেহেরপুর বিসিক শিল্পনগরী মাঠে অনুষ্ঠিত সিক্স-এ সাইড ক্রিকেট টুর্নামেন্টে স্বাগতিক ব্যাচেলর বয়েজ চ্যাম্পিয়ন হওয়ার গৌবর অর্জন করেছে। বিসিক মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ব্যাচেলর বয়েজ ২১ রানে সদর উপজেলার মদনাডাঙ্গা একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে ব্যাচেলর বয়েজ ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৩ রান সংগ্রহ করে। দরের পক্ষে রাজন সর্বোচ্চ ২৭ রান করেন। মদনাডাঙ্গার পক্ষে মামুন ৩ উইকেট লাভ করেন। জয়ের লক্ষ্যে খেলতে নেমে মদনাডাঙ্গা ৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪২ রান সংগ্রহ করে। প্রকাশ দলের পক্ষে ১৬ রান করেন। বিজয়ী দলের জিকো ৩ উইকেট লাভ করেন। খেলা শেষে ব্যাচেলর বয়েজের আহ্বায়ক শরিফুল ইসলাম বিজয়ীদের মঝে পুরস্কার বিতরণ করেন। এসময় আসিফ, ইমন, ডালিম, ইমরুল, সবুজ সেখানে উপস্থিত ছিলেন।