দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বেতন বৃদ্ধির দাবিতে আকিজ বিড়ি ফ্যাক্টরীর শ্রমিকরা কুষ্টিয়া-প্রাগপুর সড়ক অবরোধ করে। বেলা ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অবরোধ চলার পর পুলিশ ও মালিক পক্ষের আশ্বাসের ফলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। অবরোধের ফলে ওই সড়কে হাজার হাজার যাত্রীসাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ে।
আন্দোলনরত শ্রমিকরা জানায়, গত বছর শ্রমিক অসন্তোসের পর মালিকপক্ষের প্রতিশ্রুতি অনুসারে বেতন বাড়ানোর কথা থাকলেও তা না বাড়িয়ে বরং সাপ্তাহিক কাজের ভিত্তিতে ২শ টাকা করে যে প্রণোদনা ভাতা দেয়া হতো সেটিও বাতিল করায় আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমে এসেছি।
এ ব্যাপারে আকিজ বিড়ি ফ্যাক্টরীর ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, আমাদের এমডি সাহেব বর্তমানে কোরিয়ায় অবস্থান করছেন। আগামী ৪ অথবা ৫ তারিখের মধ্যে তিনি দেশে ফিরলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। কুষ্টিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) সিএ হালিম জানান, দু পক্ষের সাথে আলোচনার পর আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত শ্রমিকরা তাদের কর্মসূচি স্থগিত করেছে।