দামুড়হুদা/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদায় এক থাপ্পড়ে সার্থক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৭টার দিকে উপজেলার পীরপুরকুল্লাহ গ্রামের ওহাবের মুদি দোকানের সামনে জমির ধান কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী মৃত আজিল মণ্ডলের ছেলে শহিদুলের সাথে মৃত ফকির চাঁদ মণ্ডলের ছেলে সার্থক মণ্ডলের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে শহিদুল সার্থকের গালে থাপ্পড় দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি আহসান হাবীব (পিপিএম) জানান, দুপুর ১টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালমর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে বরকত আলী প্রতিবেশী আজিলের দু ছেলে শহিদুল ও ইসরাফিল এবং রজব আলীর ছেলে নজরুল ও নজরুলের ছেলে তামিমকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় ৪ জনের নামে হত্যামামলা দায়ের করেছেন।
এদিকে সন্ধ্যায় নিহত সার্থকের লাশের ময়নাতদন্ত শেষে রাত ৮টার দিকে নিজ গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে বলে গ্রামসূত্রে জানা গেছে।