মাথাভাঙ্গা মনিটর: ইউরোপের দু সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ও জ্লাতান ইব্রাহিমোভিচের কোনো একজনকে ছাড়াই লেখা হবে আগামী বিশ্বকাপের গল্প। ব্রাজিলের টিকেট পেতে মুখোমুখি লড়াইয়ে নামছে রোনালদোর পর্তুগাল ও ইব্রাহিমোভিচের সুইডেন। আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় পর্তুগালের মাঠে হবে এবারের বাছাইপর্বের সবচেয়ে আকর্ষণীয় এ লড়াইয়ের প্রথম লেগ। আর ফিরতি লেগ হবে আগামী মঙ্গলবার সুইডেনের মাঠে, ওই একই সময়ে। ক্লাব ফুটবলে তার স্পেনের রিয়াল মাদ্রিদের খেলা মানেই রোনালদো ভক্তদের রাত জেগে অপেক্ষা আর উচ্ছ্বাসের পালা। ইব্রাহিমোভিচও বা কম কিসে। সুইডিশ এ স্ট্রাইকারের উপস্থিতিতেই আজ পরিচিত হয়ে উঠেছে ফরাসি লিগ। দীর্ঘ প্রায় দু দশক পর প্যারিস সেন্ট জার্মেইকে ঘরোয়া লিগের শিরোপা এনে দিয়েছেন তিনি।
বর্তমানে দারুণ ফর্মেও আছেন তারা দু জনই। লা লিগার ১৩ ম্যাচে রোনালদো গোল করেছেন ১৬টি, সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন সবার ওপরে। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের চার ম্যাচে তার গোলসংখ্যা আটটি। এখানেও সর্বোচ্চ গোলদাতা তিনিই। প্রতিপক্ষের জালে রোনালদোর মতো অতো বেশি বল পাঠাতে না পারলেও ইব্রার পারফরম্যান্সও ছোট করে দেখার উপায় নেই। ১৩ ম্যাচে গোল করেছেন আটটি। সর্বোচ্চ গোলের তালিকায় আছেন দ্বিতীয় স্থানে। কিন্তু গোল করার পাশাপাশি করিয়েছেনও বেশ কয়েকটি। শিরোপা ধরে রাখার লড়াইয়ে এবারও তার দল আছে শীর্ষে। তবে প্রতি সপ্তাহে ক্লাব ফুটবলে চমক দেখানো এ দু তারকার এবার জাতীয় দলের হয়ে কঠিন পরীক্ষা- দলকে বিশ্বকাপের টিকেট পাইয়ে দিতে কে থাকবেন এগিয়ে। এর আগে সাতবার মুখোমুখি হয়েছিলেন দু তারকা। দুবার জাতীয় দলের হয়ে, চারবার চ্যাম্পিয়ন্স লিগে ও একবার লা লিগায়।