মাথাভাঙ্গা ডেস্ক: মেহেরপুর-১ ও ২ আসনে আরো দুজন করে মনোনয়ন ফরম কিনেছেন।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর-১ (মেহেরপুর-মুজিবনগর) আসনের সংসদ সদস্য পদে নির্বাচনের জন্য আওয়ামী লীগের আরো ২ জন মনোনয়নপত্র ফরম কিনেছেন। এরা হলেন মেহেরপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী ও মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা। গতকাল বৃহস্পতিবার তারা ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র ফরম গ্রহণ করেন। এনিয়ে গত ১০ তারিখ থেকে মেহেরপুর-১ আসনে দলীয় সমর্থন পেতে মোট ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন ও জমা দেন। এরা হলেন- মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ মো. জয়নাল আবেদীন, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. গোলাম রসুল, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, সহযোগী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি অ্যাড. আব্দুস সালাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী ও মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-২ (গাংনী) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রতাশী হিসেবে সাবেক এমপি মকবুল হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোয়নফরম ক্রয় করেন। ঢাকার অবস্থানরত জেলা যুবলীগের যুগ্মসম্পাদক সোহেল আহম্মেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে একই আসনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মুকুল দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি মনোনয়ন ফরম জমা দেন। দু প্রার্থীই দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন। এর আগে একই আসনে জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক গাংনী উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নুরজাহান বেগম মনোনয়ন ফরম সংগ্রহ করেন।