মেহেরপুর বন্দর মিডিয়া কাপ ফুটবলে গাড়াডোব একাদশ জয়ী

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার বন্দর যুব সংঘের উদ্যোগে বন্দর গালার মাঠে অনুষ্ঠিত মিডিয়া কাপ ফুটবল খেলায় গাংনী উপজেলার গাড়াডোব একাদশ জয়লাভ করেছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলায় গাড়াডোব একাদশ ৩-০ গোলে মুজিবনগর উপজেলার শিবপুর মোহামেডান একাদশকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের আলামীন ২টি ও সাদ্দাম ১টি গোল করে। খেলা পরিচালনা করেন আক্তার হোসেন। সহযোগিতা করেন রুবেল ও নিশান।