মেহেরপুর অফিস: প্রতিবন্ধী হিসেবে শনাক্ত করার কথা বলে ডেকে এনে শনাক্ত না করার প্রতিবাদে মেহেরপুরের হিজড়ারা ব্যতিক্রমধর্মী প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে মেহেরপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে ওই ঘটনা ঘটে। হিজড়ারা অভিযোগ করে বলে কয়েকদিন যাবত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের লোকজন তাদের বাড়ি গিয়ে ফরম দিয়ে আসে। আজ শনাক্ত করার জন্য অফিসে আসতে বলে। সে অনুযায়ী আমরা অফিসে এলে আমাদের শনাক্ত করা হবে না বলে জানায় তারা। এ ঘটনার পরপরই হিজড়ারা ক্ষোভে ফেটে পরে। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ওই সময় তারা দিগম্বর হয়ে অফিসের সামনে দাড়িয়ে থাকে। খবর পেয়ে মেহেরপুর সদর থানার এসআই দুলু ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হিজড়াদের মধ্যে উপস্থিত ছিলো আনোয়ারা, লিপি, সুমি, আলিয়া, শর্মিলা, সুরভী, সন্ধ্যা, নুপুর, রুবিনা প্রমুখ। তাদের অবহেলা করায় হিজড়াদের অনেকে কান্নায় ভেঙে পড়ে। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা ডা. আব্দুল হাই বলেন, এটি কেবলমাত্র প্রতিবন্ধীদের শনাক্ত করা হচ্ছে, হিজড়াদের নয়। সচেতন মহলের অনেকে প্রশ্ন করে বলেন তাহলে হিজড়াদের ডাকলো কারা?