মাথাভাঙ্গা মনিটর: নিষেধাজ্ঞা উঠিয়ে নির্ধারিত দিনেই ‘রাম-লীলা’ মুক্তির আদেশ দিয়েছে দিল্লি আদালত। অতিরিক্ত জেলা দায়রা জজ এ এস জয়াচান্দ্রা ১২ নভেম্বর ‘রাম-লীলা’র বিরুদ্ধে করা পিটিশন সম্পর্কিত আদেশ পুনর্বিবেচনা করেন। তিনি জানান, দিল্লি হাইকোর্ট যে ইতোমধ্যেই সিনেমাটির মুক্তি স্থগিত করার বিষয় নাকচ করে দিয়েছে, এ খবর তিনি জানতেন না। ইরোস ইন্টারন্যাশনালের আইনজীবী আমিত সিবাল ইতোমধ্যেই এ রায় প্রত্যাখ্যান করেছেন। সিবাল বিচারককে দেখিয়েছেন সিনেমাটির নাম হলো ‘রাম-লীলা: গোলিও কী রাসলীলা’, শুধু রামলীলা নয়। হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত’ হানার অভিযোগে সম্প্রতি রাম-লীলা’ সিনেমার বিরুদ্ধে পিটিশন দাখিল করে একটি ধর্মীয় সংগঠন। তাদের অভিযোগ, সিনেমায় দেখানো অশ্লীলতা, সহিংসতা এবং অশালীন আচার-আচরণ হিন্দুধর্মের সংস্কার পরিপন্থী। অভিযোগে আরও বলা হয়, ‘রামলীলা’ নামের কারণে হিন্দু ধর্মাবলম্বীরা সিনেমাটি হিন্দু দেবতা রামের কাহিনি ভেবে ভুল করবেন। অভিযোগে বলা হয়, সিনেমাটির নাম বদলানো প্রয়োজন, যেন মানুষের মধ্যে কোনো প্রকার ভ্রান্ত ধারণা না জন্মায়। রামলীলা বলতে সবসময়ই বোঝানো হয় দেবতা রামের কাহিনিকে। কিন্তু প্রথমবারের মতো প্রেমবিষয়ক একটি সিনেমায় এ নামটি ব্যবহৃত হচ্ছে। আর তাই প্রচারণার সময় সিনেমার নাম ‘রামলীলা’ ব্যবহার করা হলেও এখন আনুষ্ঠানিকভাবে এর নাম বদলে রাখা হয়েছে ‘রাম-লীলা’। তবে সব সমস্যা উৎরে নির্ধারিত দিন ১৫ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘রাম-লীলা’। এতে অভিনয় করেছেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন।