স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দামুড়হুদার দর্শনা পুরাতন বাজার রেলগেটের অদূরে মালবাহী ট্রেন সাইটিং করার সময় ২টি বগি লাইনচ্যুত হয়েছে। ভারত থেকে আমদানিকৃত মালবাহী ট্রেন ভারতের গেদে স্টেশনে আটকা পড়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টায় দামুড়হুদা উপজেলার দর্শনা রেল বন্দরে মালবাহী ট্রেন সাইটিং করার সময় দর্শনা পুরাতন বাজার রেল ক্রসিংয়ের কাছে ২টি বগি লাইনচ্যুত হয়। এতে বাংলাদেশ-ভারত রুটে মালবাহী ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। দর্শনা রেল বন্দরের স্টেশন মাস্টার মীর লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকারী রিলিফ ট্রেন ঈশ্বরদী থেকে কখন ছেড়ে আসবে এখনও নিশ্চিত করে জানা যায়নি। যোগাযোগ অব্যাহত রয়েছে আশা করা যাচ্ছে অল্প সময়ের মধ্যেই ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন দর্শনার উদ্দেশ্যে ছেড়ে আসবে।