মাথাভাঙ্গা ডেস্ক: জামায়াতে ইসলামী গতকাল দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। কেন্দ্রীয় এ কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা শহরে নয়, সরোজগঞ্জে মিছিল বের করে।
সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, নিবন্ধন বাতিলের প্রতিবাদে চুয়াডাঙ্গা সদর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সরোজগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সরোজগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদ মার্কেটের নিকট সমাবেশে আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর থানা আমির আব্দুর রউফ মিয়া, পদ্মবিলা ইউনিয়ন আমির ছানোয়ার হোসেন, শঙ্করচন্দ্র ইউনিয়ন আমির ওসমান গনি, তিতুদহ ইউনিয়ন আমির রেজাউল করিম, বেগমপুর ইউনিয়ন আমির হুমাউন কবির, কুতুবপুর ইউনিয়ন আমির আব্দুল জব্বার, সদর থানা ছাত্রশিবির পশ্চিম সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক মারিফুল ইসলাম, সরোজগঞ্জ আঞ্চলিক শাখা জামায়াতের সভাপতি মাজাহারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মকলেচুর রহমান লিটন।
মেহেরপুর অফিস জানিয়েছে, জামায়াতের নিবন্ধন বাতিলের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুরের ৩টি স্থানে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াত-শিবির নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মেহেরপুর শহরের কাথুলী সড়ক, সদর উপজেলার রাজনগর গ্রামের মোড় ও মুজিবনগর উপজেলার মোনাখালী বাজার এলাকায় বিপুল সংখ্যক জামায়াত-শিবিরের নেতাকর্মী বিক্ষোভ মিছিল করে। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারিক মহাম্মদ সাইফুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলামসহ জামায়াত-শিবির নেতৃবৃন্দ ওই কর্মসূচির নেতৃত্ব দেন। রাজনগরে মিছিল চলাকালে জামায়াতের নারী সমর্থকরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।