স্টাফ রিপোর্টার: লাইসেন্স ইস্যুর পর ৫ বছর পার, অথচ অস্ত্র কেনেননি। এরকম লাইসেন্স আগামী ৩১ ডিসেম্বর স্বয়ঙ্ক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। চুয়াডাঙ্গা জেলা ম্যাজিস্ট্রেটের জারিকৃত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, চুয়াডাঙ্গা জেলার সকল আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীগণকে সরকারি বিধি মোতাবেক ২০১৪ সালের জন্য লাইসেন্ন নবায়নের জন্য সময় নির্ধারণ করা হয়েছে।
ব্রিজ লোডিং পিস্তল, রিভলবার ও রাইফেলের লাইসেন্স আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবায়ন করা হবে। নবায়নকারী কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চুয়াডাঙ্গার অফিসকক্ষে অফিস চলা সময়ে আগ্নেয়াস্ত্র, লাইসেন্স ও জমাকৃত ফির চালানসহ নবায়নের আবেদন নিয়ে অস্ত্রসহ হাজির হতে হবে। অস্ত্র থানায় জমা থাকলে জিডি’র কপি সাথে নিতে হবে। পিস্তল, রিভলবারের জন্য ৩ হাজার টাকা, শটগান, বন্দুক ও রাইফেলের জন্য ১ হাজার টাকা, ডিলিং লাইসেন্স, মেরামত লাইসেন্স (শটগান, বন্দুক, রাইফেল পিস্তুল রিভলবার) ১ হাজার ৫শ টাকা ১-২২১১-০০০০-১৮৫৯ খাতে জমা প্রদানপূর্বক ট্রেজারি চালানের মূলকপিসহ আবেদন করতে হবে। ব্রিজলোডিং শর্টগান ও বন্দুকের লাইসেন্স নবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কমিশনার জুডিসিয়াল মুন্সিখানায় হাজির হতে বলা হয়েছে।