স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেয়ার সময় ১৭ নভেম্বর রোববার পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ শুক্রবার পবিত্র আশুরা উপলক্ষে মনোনয়ন ফরম বিক্রি ও জমা কার্যক্রম বন্ধ থাকবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এর আগে মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেয়ার শেষ দিন নির্ধারিত ছিলো ১৬ নভেম্বর। সংবাদ সম্মেলনে বলা হয়, মনোনয়ন ফরম বিক্রির পঞ্চম দিনে বৃহস্পতিবার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৪৬৪ জন। আর এ বাবদ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডে জমা পড়েছে এক কোটি ১৬ লাখ টাকা।