স্টাফ রিপোর্টার: নির্দলীয় সরকারের আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ না করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে চেয়ারপারসন এদেরকে কারণ দর্শানোর নোটিস দেন।
নেতৃবৃন্দরা হলেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু ও যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব। বৃহস্পতিবার রাতে দলীয় একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে।