অপ্রাপ্ত বয়সে গোপনে বিয়ে ফাঁসের ২০ দিনের মাথায় গাইদঘাটের সুমাইয়ার আত্মহত্যা?

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা গাইদঘাটে ১৪ বছেরর নববধূ সুমাইয়ার গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করা হয়েছে। প্রেম করে গোপনে বিয়ে ফাঁসের ২০ দিনের মাথায় গতকাল বৃহস্পতিবার বিকেলে তার পিতার বাড়ির আড়া থেকে উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা বলেছে, সুমাইয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। প্রতিবেশীরা বলেছে, আত্মহত্যার আড়ালে রহস্য লুকিয়ে রয়েছে। কী সে রহস্য? মুখ খোলেনি প্রতিবেশীরা। তারা বলেছে, সুমাইয়াকে সাথে নিয়েই ওর মায়ের বিয়ে হয় দুখুর সাথে। দুখুর মেয়ে হিসেবেই বড় হয়ে উঠছিলো। সম্প্রতি জানাজানি হয় ১৪ বছরের সুমাইয়ায় খাতুন একই গ্রামের কিনাত আলীর ছেলে সিলনের বিয়ে হয়। বিয়ের বিষয়টি ফাঁস হওয়ার পর নিজেদের মধ্যে চাপা ক্ষোভ দানা বাধে। এরই এক পর্যায়ে সুমাইয়া ঝরে গেলো।

সুমাইয়ার বয়স ১৪ বছর আর সিলনের বয়স ১৭ বছর। অপ্রাপ্ত বয়সে ওদের বিয়ে পড়ালো কে? এ প্রশ্নের জবাব খুঁজতে গেলে স্থানীয়রা জানিয়েছে, নিজাম উদ্দীন নামের একজন বিয়ে পড়ায়।