মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার বন্দর যুব সংঘের উদ্যোগে বন্দর গালার মাঠে অনুষ্ঠিত মিডিয়া কাপ ফুটবলের প্রথম রাউন্ডের খেলায় সদর উপজেলার আশরাফপুর একাদশ ওয়াকওভার লাভ করেছে। গতকাল বুধবার নির্ধারিত সময়ে প্রতিপক্ষ বাড়িবাঁকা একাদশ মাঠে না আসায় আশরাফপুর একাদশকে ওয়াকওভার দেয়া হয়।