স্টাফ রিপোর্টার: বড়দের অসতর্কতায় ১৯ মাস বয়সী শিশু ওয়ালিউর রহমান তারপিন পান করে অনিশ্চয়তার প্রহর গুনছে। গতকাল বুধবার সন্ধ্যায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়েছে।
শিশু ওয়ালিউর রহমান চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার ইয়াসিন আলীর ছেলে। জানালায় রং করার জন্য তারপিন তেল নিয়ে বাড়িতে রাখা হয়। বড়দের বেখেয়ালে হাতের নাগালে পেয়ে ১৯ মাস বয়সী ওয়ালিউর তা পান করে। বমি শুরু করলে পরিবারের সদস্যরা জানতে পারে। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত শিশু ওয়ালিউরকে চিকিৎসাধীন রাখা ছিলো।