খবর: (একতা-সীমান্ত ট্রেনের মুখোমুখি সংঘর্ষ)
রেল বিভাগের কর্তা যারা
সময় কাটায় ঘুমিয়ে,
বললে কিছু দেয় শুনিয়ে
বুঝবে নাগো তুমি এ।
অবহেলা করে শুধু
আসল কাজের গোড়ায়,
কষে কষে কিল মারে খুব
জনগণের ফোঁড়ায়।
যা হয়ে যায় আমজনতার
ঝাল যতো নেয় মিটিয়ে,
সময় খারাপ সব বাবুকে
সাইজ করো পিটিয়ে।
-আহাদ আলী মোল্লা