জীবননগর ব্যুরো: জীবননগর শহরে ও উথলী মোড়ে গত মঙ্গলবার রাতে অজ্ঞাত একদল দুর্বৃত্ত হানা দিয়ে একটি বাস, একটি ট্রাক এবং দুটি সিএনজি থ্রি হুইলার ভাঙচুর করেছে। জীবননগর শহরের টিঅ্যান্ডটিপাড়ায় দাঁড়িয়ে থাকা একটি বাস ও উথলী মোড়ে চলন্ত ট্রাক ও সিএনজি ভাঙচুর করে দুর্বৃত্তদল পালিয়ে যায়। হরতাল সমর্থকরা এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে সংশ্লিষ্ট মহল ধারণা করছে।
জীবননগর টিঅ্যান্ডটিপাড়ার কাজি হাসানুজ্জামান বাবুল অভিযোগ করে বলেন, হরতালের কারণে তিনি তার বাসটি বাড়ির সামনে গ্যারেজ করে রাখেন। গত মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তদল তার বাসের সামনের ও পেছনের গ্লাস ভাঙচুর করে। শক্রতা করে তার প্রায় ৩০ হাজার টাকার ক্ষতিসাধন করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। একই রাতে উথলী মোড়ে ও আখ সেন্টারের নিকট দুর্বৃত্তদল একটি ট্রাক ও দুটি সিএনজি থ্রি হুইলার ভাঙচুর করে সটকে পড়ে।