সাড়ে তিন বছর পার : দামুড়হুদার দর্শনা ফায়ার সার্ভিস স্টেশন চালু হয়নি আজও

স্বপ্ন পূরণের অপেক্ষা করতে হবে আর কতকাল

 

দর্শনা অফিস: দামুড়হুদার দর্শনা তথা পার্শ্ববর্তী এলাকার মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন কবে পূরণ হবে তা এখনো নিশ্চিত বলা যাচ্ছে না। প্রায় সাড়ে তিন বছর আগে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ কাজ শুরু করা হলেও এখনো শেষ হয়নি। গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠানটির নির্মাণকাজ চলছে ধীর গতিতে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণের লক্ষ্যে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর ও তৎকালীন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, সরকারের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগের মাধ্যমে দর্শনায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের অনুমোদন করান। পৌর শহরে মনমত স্থান নির্ধারণ করতে না পারায় দর্শনা-চুয়াডাঙ্গা সড়ক সংলগ্ন লোকনাথপুর তালতলা নামকস্থানে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের জন্য ১ বিঘা জমি অধিগ্রহণ করা হয়। ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ৩ তলা ভবন বিশিষ্ট ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণকাজটি ২০১০ সালের ২০ মে শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান চুয়াডাঙ্গার এমএআর জয়েন্ট ভেঞ্চার। সে সময় নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি আলী আজগার টগর। ভিত্তিপ্রস্তর স্থাপনকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে জানানো হয়েছিলো, ১ বছরের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করা হবে। কিন্তু প্রায় সাড়ে তিন বছর পেরিয়ে গেলেও এখনও নির্মাণকাজ শেষ হয়নি। সূত্র বলেছে, ভবন নির্মাণকাজ, শেষ হয়েছে অনেক আগেই। কার্যক্রম শুরু করতে প্রয়োজন সরঞ্জাম ও লোকবল। এখনো পর্যন্ত ওই ভবনে বিদ্যুত সংযোগ না পাওয়ায় গভীর নলকূপ স্থাপনসহ বেশ কয়েকটি কাজ অসম্পন্ন রয়েছে। এলাকাবাসীর আক্ষেপ, ফায়ার সার্ভিস স্টেশনের কাজ শেষ হবে কবে? ঘর পোড়ার পরে? সচেতন মহলের অভিমত দর্শনাসহ আশপাশ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে চুয়াডাঙ্গায় দমকল বাহিনীকে খবর দিলেও তারা সময় মতো পৌছুনের আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। তাই যথাশীঘ্র প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করার লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগের কর্তারা নজর দেবেন।