মেহেরপুর বন্দর মিডিয়া কাপ ফুটবলে নতুন ব্রজপুর জয়ী

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার বন্দর যুব সংঘের উদ্যোগে বন্দর গালার মাঠে অনুষ্ঠিত মিডিয়া কাপ ফুটবলের প্রথম রাউন্ডের খেলায় সদর উপজেলার নতুন ব্রজপুর একাদশ জয়লাভ করেছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত খেলায় টাইব্রেকারে নতুন ব্রজপুর একাদশ ৩-২ গোলে গাংনী উপজেলার ধলা একাদশকে পরাজিত করে। নির্ধারিত সময়ে সময়ে খেলাটি গোল শূন্যভাবে অমীমাংসিত ছিলো। খেলা পরিচালনা করেন সাইফুল ইসলাম। সহযোগিতা করেন নিশান ও রুবেল। আমদহ ইউপি সদস্য দরুদ আলীসহ এলাকাবাসী খেলাটি উপভোগ করেন।