ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে বিএনপিসহ বিভিন্ন দল থেকে দু শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে শহরের কালিকাপুর বটতলা মোড়ে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফি মণ্ডলের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আজিজুর রহমান। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক পৌরমেয়র সাইদুল করিম মিন্টু, সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু, সাবেক পৌর চেয়ারম্যান আনিছুর রহমান খোকা, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক গোলাম সরোয়ার সউদ, ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক সমির উদ্দীন মণ্ডল বক্তব্য রাখেন। যোগদান অনুষ্ঠানে বক্তারা বলেন, হরতালের নামে গাড়ি পোড়ানো, মানুষ হত্যা, বোমাবাজি ও নৈরাজ্যের রাজনীতি করছে বিএনপি-জামায়াত। দেশে অশান্তি সৃষ্টিকারী বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিরোধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে দু শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। যোগদানকৃত নেতাকর্মীদের রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে বরণ করে নেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। যোগদান অনুষ্ঠান শেষে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে।