আলমডাঙ্গা মুন্সিগঞ্জের গড়গড়ী গ্রামে গরম দুধে ঝলসে গেছে কৃষক

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি : আলমডাঙ্গা মুন্সিগঞ্জের গড়গড়ী গ্রামে ভাইয়ের মেয়ের বিয়ের জন্য দই বানাতে গিয়ে বিপত্তি ঘটেছে। দুধ জ্বালাতে গিয়ে গরম দুধের কড়াইয়ের মধ্যে পড়ে ঝলসে গেছে কৃষকের শরীর। মুমূর্ষু অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের গড়গড়ী গ্রামের মণ্ডলপাড়ার আকুল মণ্ডলের ছেলে মহাবুল দই বানাতে গিয়ে গরম দুধে পড়ে ঝলসে গেছেন। পরিবারের লোকজন জানায় রাত পোয়ালেই মহাবুলের ভাইয়ের মেয়ের বিয়ে। আয়োজনের কমতি নেই। পরিবারের লোকজন অন্য কাজে ব্যস্ত। মহাবুল স্থানীয় ঘোষের সাথে দই বানানোর কাজটি করছিলো। দুধ জ্বালানোর পর দুধের কড়াই নামাতে গিয়ে পা পিছলে গেলে গরম দুধ মহাবুলের শরীরের ওপর পড়ে। এতে তার শরীর ঝলসে যায়। তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।