স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, সংসদ নির্বাচনে সব দল না এলেও নির্বাচন হবে। নির্বাচন থেমে থাকার সুযোগ নেই। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। গতকাল সোমবার নির্বাচন কশিন সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। শাহনেওয়াজ বলেন, আমরা নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। এ নিয়ে কোনো সংশয়ের সুযোগ নেই। সঠিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সব দল নির্বাচনে অংশ না নিলে নির্বাচন গ্রহণযোগ্য হবে কি-না এ বিষয়ে তিনি বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আমাদের দায়িত্ব নির্বাচন সম্পন্ন করা। তবে সকল দল অংশ না নিলে একটা অসঙ্গতি তো থেকেই যাবে।