আমঝুপি প্রতিনিধি: মেহেরপুরের ইসলামনগর গ্রামে ডাকাতি হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে সোনার গয়নাগাটিসহ নগদ টাকা লুটপাট করেছে। গত রোববারে রাত ১টার দিকে ডাকাতির ঘটনা ঘটে। ১৫/১৬ জনের একদল ডাকাত মৃত সুলতান আলীর ছেলে মান্নাফ আলী ও আলী আকবরের বাড়িতে হানা দেয়। তারা প্রথমে মান্নাফ আলীর ছেলে কামরুলের বুকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুটপাট শুরু করে। পরে তারা ধারালো অস্ত্র দিয়ে বাড়ি সবাইকে জিম্মি করে ৪ ওজনের সোনার চেন ও নগদ ২৫ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।