খবর: (আলমডাঙ্গায় রেললাইনের জায়গা দখল বেদখলের হিড়িক)
বাপের ভিটেয় ঘুঘু চরে
রেলের জমি বাগাও,
নিজের গাছের গোড়া কেটে
রেলের ঢালে লাগাও।
পরের ধনে পোদ্দারি খুব
নেতার বিবি পটাও,
নিজের বাঁচার জন্য নাকি
সরল মানুষ হঁটাও।
নেতার হাতের আগুন নিয়ে
সারা শরীর জ্বালাও,
সময় খারাপ আর্মি এলে
বস্তা পরে পালাও।
Ñআহাদ আলী মোল্লা