স্টাফ রিপোর্টার: দৌলতদিয়া পতিতাপল্লী এলাকায় অভিযান চালিয়ে এক মাদরাসাছাত্রীসহ দু কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাতে তাদের উদ্ধার করা হয়। এ সময় পল্লীর প্রভাবশালী বাড়িওয়ালী নাজমা আক্তার ও তিন নারী পাঁচারকারীকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধারকৃত দু কিশোরীর মধ্যে একজন হচ্ছেন ঢাকার কেরানীগঞ্জের এক স্কুল শিক্ষকের মেয়ে। সে ঢাকার মিরপুর এলাকায় একটি মাদরাসার নবম শ্রেণির নিয়মিত ছাত্রী। গত ১৫ অক্টোবর সকালে মায়ের সাথে রাগ করে সে বাসা থেকে একাই বের হয়ে যায়। ওই সময় মোহাম্মদপুরে এক আত্মীয়ের বাসায় যাওয়ার পথে অজ্ঞাত এক যুবকের সাথে তার পরিচয় হয়। তখন ওই যুবক তাকে নানাভাবে ফুঁসলিয়ে দৌলতদিয়া পতিতাপল্লীতে নিয়ে আসে। পরশু রাতেই দৌলতদিয়া পতিতাপল্লী এলাকার মীরাজ কাজীর হোটেল থেকে ১৪ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করে পুলিশ। সে সময় পুলিশ হাতেনাতে দু নারী পাঁচারকারীকে গ্রেফতার করে। এদিকে উদ্ধারকৃত এক কিশোরী জানায়, গ্রেফতারকৃত আশরাফুলের সাথে তার প্রেমের সম্পর্ক ছিলো। শনিবার সন্ধ্যায় বিয়ে করার প্রলোভন দেখিয়ে আশরাফুল তাকে ধামরাই থেকে দৌলতদিয়া পতিতাপল্লীতে এনে তাকে বিক্রি করার চেষ্টা করছিলো।