মেহেরপুর পিরোজপুর গোল্ডকাপ ফুটবলে কলাইডাঙ্গা জয়ী

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামবাসীর উদ্যোগে পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত পিরোজপুর নকআউট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার কলাইডাঙ্গা ফুটবল ক্লাব জয়ী হয়েছে। গতকাল রোববার অনুষ্ঠিত খেলায় সদর উপজেলার কলাইডাঙ্গা ফুটবল ক্লাব ২-০ গোলে মুজিবনগর উপজেলার দারিয়াপুর সোহেল ইয়াং স্টার ক্লাবকে পরাজিত করে।

খেলার দ্বিতীয়ার্ধে বিজয়ীদল কলাইডাঙ্গা ফুটবল ক্লাবের জাহিদ একই দুটি গোল করেন। খেলা পরিচালনা করেন লিটন। সহযোগিতা করেন মিন্টু ও লাল্টু। ধারাভাষ্য দেন আহসান হাবিব। আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, পিরোজপুর ইউপি চেয়ারম্যান সামছুল আলম, ইউপি সদস্য ওহিদুর রহমান ডাবলু, সাবেক সদস্য ইদ্রিস আলী, আমদহ ইউপি সদস্য দরুদ আলীসহ বহুদর্শক খেলাটি উপভোগ করেন।