আলমডাঙ্গার আইলহাস বিএনপি-আওয়ামী লীগের আভ্যন্তরীন কোন্দল বলেশ্বরপুর যুবলীগের অফিস ভাঙচুর : পুলিশ মোতায়েন

 

স্টাফ রির্পোটার: চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উপজেলার আইলহাস ইউনিয়নের বলেশ্বরপুর বাজারের যুবলীগের কার্যালয় ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা। বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাজারজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে আলমডাঙ্গার আইলহাস ইউনিয়নের বলেশ্বরপুর বাজারের ইউনিয়ন যুবলীগের কার্যালয় ভাঙচুর করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মী। গতকাল সরেজমিনে গেলে যুবলীগ নেতা আজিমুদ্দিন, রিয়াদ হাসান আকুল রতন মালিথা অভিযোগ করে জানান, গ্রামের কৃষকদের নিয়ে গুঁটি ইউরিয়া সারের ওপর একটি টেনিঙের ব্যবস্থা করে আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার। সেই কমিটি নিয়ে বিরধের জের ধরে একই গ্রামের উজিরের ছেলে বিএনপি নেতা টনির (৩০) নেতৃত্বে মাহাসিনের ছেলে হাসনাতুজ্জামান ফকলা (৩০), মৃত ওহিদের ছেলে মাসুদ রানা (৩৫), নুরুর ছেলে সাইফুলসহ (৩৫) ১০/১৫ জনের একটি দল ধারালো দা লাঠিসোঁটা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বলেশ্বারপুর বাজারের যুবলীগ অফিস ভাঙচুর করে। এছাড়া যুবলীগ নেতা আজিমুদ্দিন কদম বাধা দিতে গেলে তাকে পিটিয়ে আহত করে তার কাছে থাকা ব্যবসার ৩ লাখ ২০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ করে। গতকাল সন্ধ্যায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জের নির্দেশে বলেশ্বরপুর বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাজারে উত্তেজনা বিরাজ করছিলো।