স্টাফ রিপোর্টার: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজ রোববার ও আগামী সোমবার এবং মঙ্গলবারে (১০, ১১ ও ১২ তারিখে) অনুষ্ঠিতব্য সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিতকৃত ১ম বর্ষ অনার্স, বিবিএ ৩য় বর্ষ ৬ষ্ঠ সেমিস্টার, ইসিই পার্ট-১ ১ম সেমিস্টার, এমবিএ ২য় সেমিস্টার পরীক্ষা ১৪ নভেম্বর এবং ইসিই পার্ট-৪ ৮ম সেমিস্টার পরীক্ষা ১৫ নভেম্বর তারিখে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট ডব্লিউ ডব্লিউ ডব্লিউ.এনইউ.ইডিইউ.বিডি,ডব্লিউ ডব্লিউ ডব্লিউ.এনইউবিডি.আইএনএফও থেকে জানা যাবে।