স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন মন্দিরে ভাঙচুর ও সংখালঘু সম্প্রদায়ের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জয়ন্ত কুমার সিংহ রায়, ডা. মার্টিন হিরক চৌধুরী, কিশোর কুমার কুণ্ডু, উজ্জ্বল কুমার অধিকারী, রবীন কুমার সাহা প্রমুখ।